শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি?

A ২টি

B ৩টি

C ৪টি

D ৫টি

Solution

Correct Answer: Option B

- শর্করা বা কার্বোহাইড্রেটের উপাদান ৩টি (কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন)।
- এতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ১: ২: ১।
- প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ৩০০-৫০০ গ্রাম শর্করা প্রয়োজন।
- মানবদেহে সেলুলোজ নামক শর্করা হজম হয় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions