বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?

A পরিবহন

B শক্তি খাত

C ভবন নির্মাণ

D শিল্প

Solution

Correct Answer: Option B

বায়ুমণ্ডলের যেসকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সেসকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে।

গ্রিন হাউস গ্যাস গুলো হলো:
কার্বন ডাই অক্সাইড (CO2),
মিথেন (CH4),
নাইট্রাস অক্সাইড (N2O),
ক্লোরোফ্লোরো কার্বন (CFC)।

২০২৩ সালের IPCC-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী প্রধান অর্থনৈতিক খাতগুলো হলো:
শক্তি খাত (Energy Sector): প্রায় ৩৪%
শিল্প (Industry): ২৪%
AFOLU (কৃষি, বন ও ভূমি ব্যবহার) (Agriculture, Forestry and Other Land Use): ২২%
পরিবহন (Transport): ১৫%
ভবন (Buildings): ৬%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions