৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা -
A 'বাতাসে লাশের গন্ধ' -রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
B 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' -নির্মলেন্দু গুণ
C 'বুক তার বাংলাদেশের হৃদয় ' -শামসুর রাহমান
D 'আমার পরিচয়' সৈয়দ শামসুল হক
Solution
Correct Answer: Option B
» ৭ মার্চ ,১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের যে ঘোষণা দেন ,তারই পূর্ণাঙ্গ বর্ণনাভিত্তিক কবিতা নির্মলেন্দু গুণ রচিত 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমদের হলো ' ।
» সহস্র জীবন ও সম্ভ্রমের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের পতাকায় পরাজিত শক্তি শকুনদের লোলুপ দৃষ্টি এবং মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনী কর্তৃক বাঙালি নর-নারীদের ওপর নির্মম নির্যাতনের চিত্র রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ রচিত 'বাতাসে লাশের গন্ধ ' কবিতায় ফুটে উঠেছে ।
» ১০ নভেম্বর, ১৯৮৭ সালের এরশাদ সরকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রতিবাদে নূর হোসেন বুকে 'স্বৈরাচার নিপাত যাক ' এবং 'পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক ' লিখে মিছিলে অংশগ্রহণ করেন এবং পুলিশের গুলিতে নিহত হন ।এ বিষয়টিই শামসুর রাহমান রচিত 'বুক তার বাংলাদেশের হৃদয় ' কবিতায় স্থান পেয়েছে ।
» বাঙালি জাতি ও জাতীয়তাবাদের আদি থেকে অন্ত পর্যন্ত সংঘটিত ইতিহাসকে কেন্দ্র করে সৈয়দ শামসুল হক রচনা করেন বিখ্যাত কবিতা ' আমার পরিচয় ' ।