প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
A সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
B অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
C আগস্ট মাসের শেষ সােমবার
D অক্টোবর মাসের প্রথম সােমবার
Solution
Correct Answer: Option A
- সাধারণ পরিষদ কার্যক্রম শুরু ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হলে এর মূল কাজ হল জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালন করা।
- জাতিসংঘের প্রতিটি সদস্যই এই পরিষদের সদস্য।
- এর অপর নাম আলোচনা পরিষদ /নির্বাহী পরিষদ।
- সভাপতির মেয়াদ ১ বছর।
- এর অধিবেশন হয় প্রতি সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার,
- এর কার্যাবলইঃ
১।সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন
২।মহাসচিব নিয়োগ
৩।সদস্য দেশকে বহিস্কার
৪।জাতিসংঘের বাজেট পাস
৫।সদস্য দেশের চাঁদার পরিমাণ নির্ধারণ
৬। অঙ্গ সংস্থার সদস্য নির্বাচন
৭।নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন
৮।নিরাপত্তা পরিষদের সাথে সম্মতিতে বিচারক নিয়োগ