Solution
Correct Answer: Option B
আসিয়ান দক্ষিণ -পূর্বে এশীয় জাতি সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা ।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫ টি ।(ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,ফিলিপাইন ,সিঙ্গাপুর ও থাইল্যান্ড ) । তারপর থেকে ,ব্রুনেই ,কম্বোডিয়া ,লাওস ,মিয়ানমার এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে ।
- বর্তমান সদস্যসংখ্যা ১১ টি
- সর্বশেষ সদস্য পুর্ব তিমুর (১১ নভেম্বর, ২০২২)
- আসিয়ান এর বর্তমান মহাসচিব লিম জক হই -১ জানুয়ারী ,২০১৮ ।
- এর সর্বশেষ সম্মেলন হয় ১০-১ নভেম্বর ,২০২২ , কম্বোডিয়ার রাজধানী, নমপেন।