পৃথিবীর বিখ্যাত গিরিখাত ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত ?

A এশিয়া

B উত্তর আমেরিকা

C দক্ষিণ আমেরিকা

D ইউরোপ

Solution

Correct Answer: Option B

নদী যখন শুস্ক অঞ্চল দিয়ে প্রবাহিত হয় এবং সেখানে যদি কোমল শিলার স্তর থাকে তাহলে গিরিখাতগুলো অত্যন্ত সংকীর্ণ ও গভীর হয় ।এরুপ গিরিখাতকে ক্যানিয়ন বলে । উত্তর আমেরিকার কলোরাডো নদীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত ।এটি ১৩৭- ১৫৭ মিটার বিস্তৃত, প্রায় ২.৪ কিলোমিটার গভীর ও ৪৮২ কিলোমিটার দীর্ঘ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions