বিনত বিবির মসজিদ কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত ?
Solution
Correct Answer: Option B
মধ্যযুগে মোঘল স্থাপত্য শৈলীতে নির্মিত ঢাকা শহরের প্রথম মসজিদে বিনত বিবির মসজিদ ।এটি পুরান ঢাকার নারিন্দায় অবস্থিত .১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা বখত বিনত বিবি এটি নির্মাণ করেন । বর্তমানে মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্মতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে ।