'নেকড়েযোদ্ধা কূটনীতি' কোন দেশের সাথে সংশ্লিষ্ট?

A ভিয়েতনাম

B উত্তর কোরিয়া

C চীন

D রাশিয়া

Solution

Correct Answer: Option C

- চীনের নেকড়ে যোদ্ধা কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ।
- দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই - এর ভাষায় ,শি জিনপিংয়ের মহান কূটনৈতিক দর্শন থেকে আমরা এই পরিভাষাটি বেছে নিয়েছি।
- নতুন বিদেশি নিষেধাজ্ঞার মোকাবিলায় এই কূটনীতি শুরু করেছে চীন ।
- মার্কিন চাপে জি৭ দেশগুলো যাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে না পাড়ে ,তা নিশ্চিত করতেই নতুন পথ বেছে নিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি ।
- মূলত রেম্বো স্টাইলের চীনা চলচ্চিত্র উলফ ওরিয়র-২ থেকে এই পরিভাষাটি ধার করা হয়েছে ।
- এ ধরনের কূটনীতিকে সংঘাতমূলক ও আগ্রাসী হিসেবে বিবেচনা করা হচ্ছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions