Solution
Correct Answer: Option B
শিল্পাচার্জ জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৯৪৮ সালে পুরান ঢাকার জংশন রোডে ইন্সটিটিউট অব ফাইন আর্টস প্রতিষ্ঠিত হয় .১৯৫১ সালে আর্ট কলেজ সেগুনবাগিচায় স্থানান্তরিত করা হয় ।প্রতিস্থানটি নিজস্ব ভবন তৈরির উদ্দেশ্যে ১৯৫৪ সালে শাহবাগে দুটি নতুন ভবন তৈরি করা হয়। এ ভবন দুটির স্থপতি ছিলেন মাজহারুল ইসলাম .১৯৫৬ সালে সেগুনবাহিচা থেকে শাহবাগের নতুন ভবনে স্থানান্তর করা হয় .১৯৬৩ সালে এটিকে সরকারি কলেজ হিসেবে উন্নীত করা হয় ।তখন এর নতুন নামকরণ করা হয় 'গভর্নমেন্ট আর্ট ইন্সটিটিউট ।পরবর্তীতে ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর অধীনে এনে 'চারুকলা ইন্সটিটিউট' নামকরণ করা হয় ।এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'চারুকলা অনুষদ ' নামে পরিচিত ।