Solution
Correct Answer: Option A
রক্তরসে অবস্থিত ১৩ টি ভিন্ন ভিন্ন তঞ্চন ফাক্টর রক্ত তঞ্চনে (জমাট বাঁধায় ) অংশ নেয় ।এদের মধ্যে গুরুত্বপূর্ণ ৪ টি হচ্ছে -
১. ক্যালসিয়াম আয়ন ,
২. প্রোথ্রম্বিন ,
৩. ফাইব্রিনোজেন ,
৪. থ্রোম্বোপ্লাস্টিন ।
রক্তরসে অবস্থিত ক্যালসিয়াম আয়নের উপস্থিতে সক্রিয় থ্রম্বিন এনজাইম সূত্রের সৃষ্টি করে।এভাবে সৃষ্ট সূত্রগুলো পরস্পর মিলিত হয়ে জালকের আকার ধারণ করে।ফাইব্রিন জালকে লোহিত রক্ত কণিকাগুলো আটকে যায় । ফলে রক্ত প্রবাহ বন্ধ হয়ে রক্ত জমাট বেঁধে যায় ।