লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত ?

A আদি মুসলিম

B সুলতানী

C মোঘল

D ব্রিটিশ

Solution

Correct Answer: Option C

-মোঘল স্থাপত্য শৈলীতে নির্মিত লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ ।
-মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে শাহজাদা আযম শাহ ১৬৭৮ সালে এর নির্মাণ শুরু করেন এবং সুবেদার শায়েস্তা খানের আমলেও এর নির্মাণ কাজ অব্যাহত থাকে।
-১৬৮৪ সালে শায়েস্তা খান এর কন্যা ইরান দুখাত এর মৃত্যু হলে শায়েস্তা খান এর নির্মাণ কাজ বন্ধ করে দেন ।
-১৮৪৪ সালে আওরঙ্গবাদ দুর্গের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় লালবাগ কেল্লা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions