সৈয়দ শামসুল হক রচিত নাটক -

A পরাণের গহীন ভিতর

B নিষিদ্ধ লোবান

C নূরলদীনের সারাজীবন

D প্রণীত জীবন

Solution

Correct Answer: Option C

'নূরলদীনের সারাজীবন' নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক। নাটকটি ১৯৮২ সালে প্রকাশিত হয়। এই নাটকের পটভূমি ছিল কৃষক বিদ্রোহ। তাঁর রচিত অন্যান্য নাটক-
-পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬)
-গণনায়ক (১৯৭৬)
-এখানে এখন (১৯৮৮)
-কাব্যনাট্য সমগ্র (১৯৯১) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions