চণ্ডীদাস বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি। তিনি পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে 'দুঃখের কবি' এবং 'বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি' বলে অভিহিত করেছেন।
তাঁর বিখ্যাত কিছু উক্তিঃ
- 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।'
- ''সই কেমনে ধরিব হিয়া।
আমার বঁধুয়া আন বাড়ি যায় আমারি আঙিনা দিয়া।। (দ্বিজ চন্ডীদাস)''