বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি এবং উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান?
A গ্লাভকসমস (রাশিয়া)
B রোসাটম (রাশিয়া)
C কসমস (রাশিয়া)
D থ্যালেস এলেনিয়া (ফ্রান্স)
Solution
Correct Answer: Option A
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি ও মহাকাশে উৎক্ষেপণের জন্য ২ ফেব্রুয়ারি ,২০২২ সালে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমসের অঙ্গ প্রতিষ্ঠান গ্লাভকসমস এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।