সম্প্রতি পাকিস্তান থেকে ভারতের উপর হামলার নতুন সাংকেতি নাম কী?
Solution
Correct Answer: Option C
অপারেশন সিন্ধুর (Operation Sindoor)
২০২৫ সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনী "অপারেশন সিন্ধুর" চালায়, যা পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে একটি প্রতিশোধমূলক হামলা ছিল। এই অভিযানে ভারতীয় বাহিনী ট্যাঙ্ক, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আর্টিলারি ব্যবহার করে। এই অভিযানের মাধ্যমে পাকিস্তানের আর্টিলারি দুর্বলতা প্রকাশ পায়।
অপারেশন বুনিয়ান-উন-মারসুস (Operation Bunyan-un-Marsoos)
২০২৫ সালের মে মাসে, ভারতের "অপারেশন সিন্ধুর"-এর প্রতিক্রিয়ায় পাকিস্তান "অপারেশন বুনিয়ান-উন-মারসুস" চালায়। এই অভিযানে পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিতে হামলা করে।