বিজ্ঞানীরা প্রথমবারের মতো তাপ প্রবাহকে কি নামকরণ করেছেন?
A Zoe
B Meridine
C Geo
D Hitter
Solution
Correct Answer: Option A
বিভিন্ন ধরনের হারিকেন ও ঘূর্ণিঝড়ের নামকরণের মতো এবার তাপপ্রবাহেরও নামকরণ করেন বিজ্ঞানীরা। তারা এটাকে ‘জো’ (Zoe) বলে চিহ্নিত করেন। চরম তাপমাত্রার বিষয়ে জনসাধারণকে সতর্ক করা এবং তাদের বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য এটি একটি নতুন প্রচেষ্টা। ১৫ আগস্ট ২০২২ বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন লাইভসায়েন্স-এর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রথম নামকৃত তাপ তরঙ্গ ‘জো' হলেও এখানেই শেষ নয়। হারিকেনগুলোর মতোই ভবিষ্যৎ তাপপ্রবাহগুলোর জন্য বিপরীত বর্ণানুক্রমিক নাম রাখার পরিকল্পনা করা হয়।