চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু কে ছিলেন?

A মেগাস্থিনিস

B শীলভদ্র

C অতীশ দীপংকর

D মা হুয়ান

Solution

Correct Answer: Option B

- হিউয়েন-সাঙ যখন নালন্দায় ছিলেন তখন বাঙালি বৌদ্ধভিক্ষুক শিলভদ্র ছিলেন একজন শিক্ষক।
- শিলভদ্র ছিলেন সর্বপ্রথম বাঙালি বৌদ্ধ শিক্ষক যিনি বাংলার বাইরে এইরুপ দুর্লভ সম্মান অর্জন করেন।
- হিউয়েন-সাঙ ছিলেন শিলভদ্র এর ছাত্র।

- হিউয়েন সাঙ একজন বিখ্যাত চীনা বৌদ্ধ তীর্থযাত্রী।
- তিনি ৬২৯ খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করেন।
- ভারতে তিনি প্রায় পনের বছর অতিবাহিত করেন। এর অনেকটা সময় তিনি বিহারে অবস্থিত প্রাচীন ভারতের বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহারে অতিবাহিত করেন।
- ৬৪৫ খ্রিস্টাব্দে হিউয়েন সাঙ চীনে ফিরে যান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions