‘RS-24 Years (আর এস-২৪ ইয়ার্স)’ কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র?

A চীন

B যুক্তরাষ্ট্র

C রাশিয়া

D উত্তর কোরিয়া

Solution

Correct Answer: Option C

- ‘RS-24 Yars’ (আর এস-২৪ ইয়ার্স) একটি রাশিয়ার তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM), যা প্রথম ২০০৭ সালে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় এবং ২০১০ সালে রাশিয়ার সামরিক বাহিনীতে কার্যকরভাবে যুক্ত হয়।
- এটি থার্মোনিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম এবং একাধিক স্বাধীনভাবে লক্ষ্যভেদী রি-এন্ট্রি ভেহিকল (MIRV) বহন করতে পারে।
- এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার কৌশলগত পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions