ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্বকাল কত বছর?
A ৫ বছর
B ১০ বছর
C ১৫ বছর
D ২০ বছর
Solution
Correct Answer: Option D
- ভিয়েতনাম যুদ্ধ আনুষ্ঠানিকভাবে প্রায় ২০ বছর স্থায়ী হয়েছিল।
- শুরু: ১৯৫৫ সালের ১লা নভেম্বর (যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সামরিক উপদেষ্টা দল পাঠানো শুরু করে)।
- শেষ: ১৯৭৫ সালের ৩০শে এপ্রিল (যখন সাইগন দখল হয় এবং দক্ষিণ ভিয়েতনামের পতন ঘটে)।