Solution
Correct Answer: Option B
- মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন (Badminton)।
- ১৮৭০ সালের দিকে এটি ইংল্যান্ডে জনপ্রিয় হয়ে ওঠে।
- ডিউক অব বোফর্ট-এর আবাসস্থলের (Great Badminton) নামানুসারে ‘ব্যাডমিন্টন’ শব্দটিই এ খেলার নাম হিসেবে প্রচলিত হয়ে যায়।
- এছাড়া চীনের জাতীয় খেলা টেবিল টেনিস স্কটল্যান্ডের জাতীয় খেলা রাগবি ও ফুটবল এবং নেপালের জাতীয় খেলা Dandi Biyo (ডাংগুলি)।