মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসেবে কাজ করে নিচের কোন সংস্থা?
A IDA
B IFC
C MIGA
D IBRD
Solution
Correct Answer: Option D
পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD) হলো বিশ্বব্যাংকের একটি শাখা। এটি মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসেবে কাজ করে।