মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' এর রচয়িতা কে?
Solution
Correct Answer: Option C
- সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' (১৯৮১)।
- উপন্যাসটি 'গেরিলা' নামে চলচ্চিত্রায়িত করেন নাসিরউদ্দিন ইউসুফ।
- ঔপন্যাসিক কেন্দ্রীয় চরিত্র বিলকিস ও সিরাজের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ের গ্রাম ও শহরের চিত্র সমান্তরালভাবে চিত্রায়িত করেছেন।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- দেয়ালের দেশ (১৯৫৬);
- সীমানা ছাড়িয়ে (১৯৬৪),
- নীলদংশন (১৯৮১),
- খেলারাম খেলে যা (১৯৭৯),
- এক মহিলার ছবি (১৯৬১),
- অনুপম দিন (১৯৬২),
- দ্বিতীয় দিনের কাহিনী (১৯৮৪),
- আয়না বিবির পালা (১৯৮৫),
- স্তব্ধতার অনুবাদ (১৯৮৭),
- বৃষ্টি ও বিদ্রোহীগণ (১৯৮৯),
- ত্রাহি (১৯৮৯),
- তুমি সেই তরবারি (১৯৮৯),
- নির্বাসিতা (১৯৯০),
- মৃগয়ায় কালক্ষেপণ,
- অন্য এক আলিখান,
- একমুঠো জন্মভূমি,
- আলোর জন্য,
- রাজার সুন্দরী।