অপুর বেতনের ৩০% যদি তপুর বেতনের ২৫% এর সমান হয় তবে অপু আর তপুর বেতনের অনুপাত কত?
Solution
Correct Answer: Option D
মনেকরি, অপুর বেতন = x টাকা
এবং তপুর বেতন = y টাকা
প্রশ্নমতে, x এর ৩০% = y এর ২৫%
⇒ x(৩০/১০০) = y(২৫/১০০)
⇒ x Χ ৬ = y Χ ৫
⇒ x/y = ৫/৬
⇒ x : y = ৫ : ৬
[অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর হবে কোনোটিই নয়]