ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে?

A ৪৪%

B ৪৫%

C ৪৬%

D ৪৭%

Solution

Correct Answer: Option C

নাইট্রোজেনের অভাব পূরণের জন্যে কৃষিক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করা হয়। এই সারে ৪০-৪৭ শতাংশ নাইট্রোজেন বিদ্যমান থাকে। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস মিথেন ব্যবহার করা হয় শতকরা ২১ ভাগ।
অন্যদিকে ফসফরাসের অভাব পূরণে ফসফেট জাতীয় সার, পটাশিয়াম ও জিংকের অভাব পূরণে পটাশ ও দস্তা জাতীয় সার প্রয়োগ করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions