একটি অফিসের কর্মচারীদের মধ্যে ২/৩ অংশ মহিলা। পুরুষ কর্মচারীদের ১/৪ অংশ বিবাহিত এবং ১৮ জন অবিবাহিত। ঐ অফিসে কর্মচারীদের সংখ্যা কত?
Solution
Correct Answer: Option C
মনেকরি, অফিসে কর্মচারী = x জন
মহিলা = 2x/3 জন
∴ পুরুষ = x - (2x/3)
= (3x - 2x)/3
= x/3
তাহলে, বিবাহিত পুরুষ = x/3 এর 1/4 = x/12 জন
∴ অবিবাহিত পুরুষ = x/3 - x/12
= (4x - x)/12
= 3x/12 জন
প্রশ্নমতে, 3x/12 = 18
⇒ x = (18 × 12)/3
⇒ x = 72