আরিফ একটি কলম ৪৮ টাকায় বিক্রি করে ২০% লোকসান করলো। বিক্রয়মূল্য কত বাড়ালে তার ১০% লাভ হবে?
Solution
Correct Answer: Option B
আরিফ ৪৮ টাকায় বিক্রি করে ২০% লোকসান করেছে
ধরি, ক্রয়মূল্য = k টাকা
২০% লোকসান হলে:
৪৮ = k × (১ - ০.২০)
৪৮ = k × ০.৮০
k = ৪৮ ÷ ০.৮০
= ৬০ টাকা
১০% লাভ হলে নতুন বিক্রয়মূল্য = k × (১ + ০.১০) = ৬০ × ১.১০ = ৬৬ টাকা
বৃদ্ধির পরিমাণ = নতুন বিক্রয়মূল্য - আগের বিক্রয়মূল্য
বিক্রয়মূল্য বৃদ্ধি = ৬৬ - ৪৮ = ১৮ টাকা
অতএব, ১০% লাভ করতে হলে বিক্রয়মূল্য ১৮ টাকা বাড়াতে হবে।