p > 2 ও q > -1 হলে নিচের কোনটি সব সময় সত্য হবে?
Solution
Correct Answer: Option A
এখানে, 3 এবং 0 হল p এবং q এর সর্বনিম্ন মান। তাহলে, pq এর মান অন্তত (3 X 0) = 0 এর চেয়ে বেশি হবে।
ধরি, P = 6 এবং q=-1/2
তাহলে, pq = -3 যা pq > -2 শর্তকে সবসময় মেনে চলে।
অর্থাৎ, সঠিক অপশন (ক) pq > -2 সবসময়ই সঠিক।