একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 250 টাকা অথবা 750 টাকা করে মোট 3000 টাকা বৃত্তি দেয়া হলো । একটি 250 টাকার এবং একটি 750 টাকার বৃত্তি দেয়া হলে 250 টাকার বৃত্তির সংখ্যা কতটি হতে পারে না–

A 3

B 6

C 9

D 12

Solution

Correct Answer: Option D

অন্তত একটি ৭৫০ টাকার বৃত্তি দিলে

বাকি থাকে = ৩০০০ - ৭৫০ = ২২৫০ টাকা

এখন ২২৫০ টাকা থেকে ২৫০ টাকা করে সর্বোচ্চ দেয়া যাবে ০/=৯  জনকে।

অর্থাৎ ৩, ৬ ,৯ হতে পারে কিন্তু ১২ হতে পারে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions