ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব ৩৫৫ কিমি। সে বাসে ঢাকা থেকে বাড়ি রওয়ানা হলো। ৩১৯ কিমি যাওয়ার পরে বাসটি নষ্ট হয়ে গেলে করিম বাকি পথ রিকশায় গেল। বাসের গতিবেগ ২২ কিমি/ঘণ্টা ও রিকশার গতিবেগ ৬ কিমি/ঘন্টা হলে বাড়ি পৌঁছতে করিমের মোট কত সময় লাগবে?
A ২০ ঘণ্টা
B ২০ ঘণ্টা ৩০ মিনিট
C ২০ ঘণ্টা ৫০ মিনিট
D ২১ ঘণ্টা
E কোনটিই নয়.
Solution
Correct Answer: Option B