নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?

A যুক্তরাষ্ট্র

B যুক্তরাজ্য

C সুইডেন

D বেলজিয়াম

Solution

Correct Answer: Option C

-সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়।

-নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। 

-শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions