'বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
A কাব্য
B নাটক
C উপন্যাস
D প্রবন্ধ
Solution
Correct Answer: Option D
প্রমথ চৌধুরী রচিত বাংলা সাহিত্যে চলিত ভাষায় প্রথম গদ্য রচনা 'হালখাতা' ।এটি প্রথম 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয় ।প্রচলিত বইগুলোয় উত্তর দেয়া হয়েছে ১৯১৬ সালে প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' ।