কোনটি নদীমাতৃক সভ্যতা নয়?
A সিন্ধু
B ব্যবলনীয়
C রোমান
D চৈনিক
Solution
Correct Answer: Option C
- রোম (বর্তমানে ইতালির রাজধানী) শহরকে কেন্দ্র করে ভূমধ্য সাগরের তীর ধরে রোমান সভ্যতার বিস্তার হয়।
- বিশ্বের সমৃদ্ধ ও প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে এটি অন্যতম।
- রোম থেকেই নগর সভ্যতার বিকাশ ঘটে। এখানেই প্রথম কংক্রিট আবিষ্কৃত হয়।