'বিটুমিন টেক কোট' এর কাজ কি?
A বিদ্যমান সড়কের উপরিভাগ আঠালো করা
B পেভমেন্টে পানি ঢুকা বন্ধ করা
C সড়কের ধুলাবালি নষ্ট করা
D পেভমেন্টকে রোদ থেকে রক্ষা করা
Solution
Correct Answer: Option B
টেক কোট হল শুধু মাত্র তরল কৃত বিটুমিন যা পুরোনো কার্পেটিং রোড়ের উপর রিপেয়ার বা নুতন কার্পেটিং লেয়ার করার সময় দেওয়া হয় বাইন্ডিং স্তর হিসেবে। সিলকোট হল নুড়ি পাথর ও বিটুমিন একসাথে মিশ্রণ করে কার্পেটিং স্তরের উপর পানি রোধি স্তর হিসেব দেওয়া হয়। এই বিটুমিন টেক কোট ব্যবহার করা হয় রাস্তাকে পানি থেকে রক্ষা করা।