ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ' ম্যাগনাকার্টা' কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?
A ১২১০ খ্রি
B ১২১৫ খ্রি
C ১২২৫ খ্রি
D ১২১২ খ্রি
Solution
Correct Answer: Option B
'ম্যাগনা কার্টা হল রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল যা ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে। বাংলাদেশের ঐতিহাসিক ৬ দফাকে ম্যাগনা কার্টা চুক্তির সাথে তুলনা করা হয়।