নীলের বর্তমান বয়স ১২ বছর।নীলের বয়স কণ্ঠের বয়সের তিনগুণ ।কত বছর বয়সে নীলের বয়স কণ্ঠের বয়সের দ্বিগুণ হবে?
Solution
Correct Answer: Option A
নীলের বর্তমান বয়স ১২ বছর
কন্ঠের বর্তমান বয়স ১২/৩ বছর
= ৪ বছর
ধরি
x বছর পর নীলের বয়স কন্ঠের বয়সের দ্বিগুন হবে।
প্রশ্নমতে
১২ + x = ২(৪ + x)
⇒ ১২ + x = ৮ + ২x
⇒ ২x - x = ১২ - ৮
∴ x = ৪
৪ বছর পর নীলের বয়স হবে ১২ + ৪ = ১৬