'সোনালিকা' ও 'আকবর' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম ?

A উন্নত কৃষি যন্ত্রপাতির নাম

B উন্নত জাতের ধানের নাম

C বেসরকারি কৃষি সংস্থার নাম

D উন্নত জাতের গমের নাম

Solution

Correct Answer: Option D

বাংলাদেশের কৃষি ক্ষেত্রে 'সোনালিকা জোপাটিকা ’ ও ‘ বরকত’ দুটি উন্নতজাতের গমের নাম । এরূপ আরাে কতিপয় উন্নত জাতের গমের মধ্যে অগ্রণী , আনন্দ , কাঞ্চন , দোয়েল , বরকত , বলাকা , জোপাটিকা , ইনিয়া - ৬৬ প্রভৃতি প্রধান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions