একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সে.মি , 6 সে.মি ও 7 সে.মি হলে এর ক্ষেত্রফল কত?
A 5√5 বর্গ সে.মি
B 6√6 বর্গ সে.মি
C 6 বর্গ সে.মি
D 7√7 বর্গ সে.মি
Solution
Correct Answer: Option B
আমরা জানি ,
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল=√s(s-a)(s-b)(s-c)
যেখানে,s=(a+b+c)/2
=(5+6+7)/2
=18/2
=9
ক্ষেত্রফল =√9(9-5)(9-6)(9-7)
=√(9×4×3×2)
=√216 বর্গ মিটার
=6√6 বর্গমিটার