Solution
Correct Answer: Option C
'আষাঢ়ের গল্প' বাগধারার অর্থ- আজগুবি গল্প।
• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
- ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
- ‘তালপাতার সেপাই’ বাগধারাটির অর্থ - রুগ্ণ/ছিপছিপে।
- তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।
- ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
- 'সুসময়ের বন্ধু' বাগ্ধারার অর্থ - সুখের পায়রা।
- 'জগাখিচুড়ি' বাগ্ধারার অর্থ - বিশৃঙ্খল।
- 'সপ্তপদ' বাগ্ধারার অর্থ - সাতটি পা বিশিষ্ট।
- 'সাতকাহন' বাগ্ধারার অর্থ - অন্তহীন / প্রচুর পরিমাণ।