চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী মনুষ্যবাহী ১ম মহাকাশযানের নাম কী?
Solution
Correct Answer: Option C
✔ চন্দ্রপৃষ্টে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযান অ্যাপোলো-১১।
✔ ১৯৬৯ সালের ২০ জুলাই এটি সফলভাবে চন্দ্রপৃষ্টে অবতরণ করে।
✔ অ্যাপোলো-১১ যে স্থানে অবতরণ করে ,সেই স্থানকে বলা হয় শান্ত সমুদ্র। এটি প্রকৃতপক্ষে কোনো সমুদ্র নয়।
✔ এই অভিযানে অংশ নেন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং ,মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন।