কতটি দেশ নিয়ে BENELUX জোট গঠিত?

A ২টি

B ৩টি

C ৪টি

D ৫টি

Solution

Correct Answer: Option B

- BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
- বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions