একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্রী বসলে ৫ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে বেঞ্চের সংখ্যা কয়টি?

A ১৫ টি

B ১৮ টি

C ১৬ টি

D ২৪ টি

Solution

Correct Answer: Option A

ধরি, মোট বেঞ্চের সংখ্যা = x টি

প্রথম অবস্থায়:
প্রতি বেঞ্চে ৫ জন করে বসালে ২টি বেঞ্চ খালি থাকে।
⇒ মোট ছাত্রী সংখ্যা = ৫ × (x − 2)

দ্বিতীয় অবস্থায়:
প্রতি বেঞ্চে ৪ জন করে বসালে ৫ জন ছাত্রী দাঁড়িয়ে থাকে।
⇒ মোট ছাত্রী সংখ্যা = ৪x + ৫

প্রশ্নমতে,
৫(x − 2) = ৪x + ৫
⇒ ৫x − ১০ = ৪x + ৫
⇒ ৫x − ৪x = ৫ + ১০
⇒ x = ১৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions