Solution
Correct Answer: Option D
১৬ থেকে ৩০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হল: ১৭, ১৯, ২১, ২৩, ২৫, ২৭, ২৯
এখানে মোট সংখ্যা = ৭টি (বিজোড় সংখ্যা)
এখন, মধ্যক (Median) নির্ধারণ করতে হলে:
বিজোড় সংখ্যার তালিকায় ঠিক মাঝের সংখ্যাটি হবে মধ্যক।
এখানে ৭টি সংখ্যার মাঝে ৪র্থ সংখ্যাটি হবে মধ্যক।
সেই সংখ্যা হল: ২৩