নিচের কোন পদটি বিশেষ্য নয়?

A স্বয়ং

B গীতাঞ্জলি

C হিমালয়

D বাংলাদেশ

Solution

Correct Answer: Option A

• বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়।
• এর মধ্যে ব্যতিহারিক সর্বনাম অন্যতম।
• একই শব্দের পুনঃপুনঃ ব্যবহার বা আংশিক পরিবর্তন করে যখন কোন সর্বনাম তৈরি হয়, তখন তাকে ব্যতিহারিক সর্বনাম বলা হয়।
• কতিপয় ব্যতিহারিক সর্বনাম হলঃ আপনা-আপনি, নিজে- নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions