নিচের কোনটি সরল বাক্যের উদাহারণ?

A তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।

B যদিও তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।

C তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।

D বয়স বাড়লে কী হবে, তার তো বুদ্ধি বাড়েনি।

Solution

Correct Answer: Option A

- যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকে, সরল বাক্য বলে । 
- যেমন: তার বয়স হলেও বুদ্ধি হয়নি।
- তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি (যৌগিক বাক্য)।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions