দক্ষিণ আমেরিকার স্থলভাগের মধ্যে সবচেয়ে কম আয়তনের দেশ কোনটি?

A গায়ানা

B সুরিনাম

C প্যারাগুয়ে

D উরুগুয়ে

Solution

Correct Answer: Option B

- সুরিনাম বা সুরিনাম প্রজাতন্ত্র আটলান্টিক মহাসাগরের তীরে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি রাষ্ট্র।
- ১৯৭৫ সালের আগ পর্যন্ত সুরিনাম নেদারল্যান্ড‌সের একটি উপনিবেশ ছিল।
- এটি দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র।
- সুরিনামের একমাত্র নগর এলাকা ও রাজধানীর নাম প্যারামারিবো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions