Solution
Correct Answer: Option D
- কালিদাস রায় (১৮৮৯-১৯৭৫) ছিলেন রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি ও প্রাবন্ধিক।
- তিনি বাংলা সাহিত্যে রোমান্টিকতা, প্রেম, পল্লিজীবন, সমাজ ও বৈষ্ণবভাবের কবিতা রচনা করেছেন।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্য ছিল কুন্দ (১৯০৭) এবং তিনি মোট ১৯টি কাব্যগ্রন্থ রচনা করেন।
- কালিদাস রায় বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য ‘কবিশেখর’ উপাধিতে ভূষিত হন।
- তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে কাজ করেছেন এবং বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করেছেন।