Solution
Correct Answer: Option A
- যেসব শব্দের মূল পাওয়া গিয়েছে সংস্কৃততে এবং সংস্কৃত থেকে প্রাকৃততে এবং প্রাকৃত থেকে বাংলায় এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে।
- তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা শব্দ।
- উদাহরণ: দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, হাত, পা, কান, নাক, জিভ, কুমির ইত্যাদি।