Solution
Correct Answer: Option B
- সন্ধি শব্দের অর্থ মিলন।
- সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
- পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- যেমন: আশা+অতীত = আশাতীত; এখানে আ+অ = আ (া) হয়েছে।
- আবার, তৎমধ্যে = তন্মধ্যে; এখানে ত+ম = ন্ম হয়েছে।
- এই মিলন বা পরিবর্তন বা লোপ কয়েক রকম হতে পারে।
- যেমন: ধ্বনির মিলন (রবি+ইন্দ্র = রবীন্দ্র। এখানে রবি শব্দের শেষে নিহিত ই- ধ্বনি এবং ইন্দ্র শব্দের প্রথমে ই-ধ্বনি মিলে ঈ-ধ্বনিতে রূপান্তরিত হয়েছে।), ধ্বনি-লোপ (হিম+আলয় = হিমালয়। এখানে হিম শব্দের শেষে নিহিত অ-ধ্বনি এবং আলয় শব্দের প্রথমে আ-ধ্বনি মিলিত হওয়ার ফলে অ-ধ্বনি লোপ পেয়েছে এবং আ-ধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে।) ও ধ্বনির পরিবর্তন (চিৎ+ময় = চিন্ময়। পূর্বপদের ৎ পরিবর্তন হয়ে ন হয়েছে।)