ন্যাটো জোটের বিরোধী হিসেবে কোন আন্তর্জাতিক সামরিক জোট গঠিত হয়েছিলো?
A সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি
B ইউরোপীয়ান ইউনিয়ন
C ওয়ারশ প্যাক্ট
D ইউরোপীয় পার্লামেন্ট
Solution
Correct Answer: Option C
- ওয়ারশ চুক্তি সংস্থা বা ওয়ারশ প্যাক্ট হল একটি রাজনৈতিক ও সামরিক চুক্তি জোট যা ১৪ মে ১৯৫৫ সালে সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপীয় কয়েকটি দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়।
- মূলত সোভিয়েত ইউনিয়ন ন্যাটোর (NATO) বিকল্প সামরিক জোট হিসেবে ওয়ারশ চুক্তি জোট গঠন করে।
- পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ এর নাম অনুসারে চুক্তিটির নামকরণ করা হয়।
- ওয়ারশ চুক্তি, স্নায়ুযুদ্ধ (Cold War) চলাকালীন সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের আটটি সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে গঠিত সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি।
- এটি ছিল Council for Mutual Economic Assistant or COMICON (কমিকন) এর সাথে সামরিক দিক দিয়ে সম্পূরক।