রূপসী বাংলার কবি কাকে বলা হয়?

A জীবনানন্দ দাশ

B জসীম ঊদ্দীন

C হাছন রাজা

D সমরেশ মজুমদার

Solution

Correct Answer: Option A

জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থঃ
 -ঝরাপলক,
 -ধূসর,
 -সাতটি তারার তিমির,
 -পান্ডুলিপি,
 -বনলতা সেন,
 -মহা পৃথিবী,
 -রুপসী বাংলা এবং
 - বেলা অবেলা কালবেলা।
 
- তার রচিত প্রথম কাব্যগ্রন্থঃ ঝরাপালক,
 
জীবনানন্দ দাশ এর উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- নির্জনতার কবি,
- তিমি হননের কবি,
- রূপসী বাংলার কবি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions